আসছে অপ্পো (Oppo) এর Snapdragon 875 প্রসেসরের প্রথম স্মার্টফোন

আসছে অপ্পো (Oppo) এর Snapdragon 875 প্রসেসরের প্রথম স্মার্টফোন


আগামী ডিসেম্বরে আসছে চিপসেট নির্মাতা Qualcomm এর সর্বশেষ প্রসেসর Snapdragon  ৮৭৫। এটি বর্তমানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর।এটি আসলে Snapdragon 865 এর আপগ্রেড ভার্সন।এর ক্লকস্পিড হতে পারে 3.2 গিগাহার্টজ। যদিও এটি একটি ডাউনগ্রেড ভার্সন তবুও এর কার্যক্ষমতা স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস থেকে ভালো হবে। এই ৮৭০ প্রসেসরের সাথে অপ্পো সর্বপ্রথম একটি স্মার্টফোন আনবে।৫জি ফোনটির নাম কি হবে যদিও তা এখনও জানা যায়নি।

Oppo K7x নামে আরও একটি স্মার্টফোনের উপর কাজ করছে অপ্পো। এই ফোনটিও ৫জি ফোন। যাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর।৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ভুক চার্জিং সাপোর্ট সম্বলিত থাকার কথা রয়েছে স্মার্টফোনটিতে। এর ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি ফুল িএইচডি প্লাস বিশিষ্ট।

চারটি ক্যামেরা থাকবে ক্যামেরাটিতে। যার ব্যাক ক্যামেরার কনফিগারেশন হবে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সামনের ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেল। অক্টাকোর প্রসেসর বিশিষ্ট ফোনটির ক্লক স্পিড হবে ২.০ গিগাহার্টজ।

إرسال تعليق

أحدث أقدم