Xiaomi Redmi Note 10
প্রাপ্ত তথ্য মতে, শাওমি স্মার্টফোন কোম্পানী তাদের রেডমি নোট ৯ সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্ট ফোন শীঘ্রই বাজারে আনছে। নতুন এই স্মার্ট ফোনটি রেডমি নোট ১০ সিরিজের ফোন নাম নিয়ে বাজারে আসতে পারে। এছাড়াও নামটি আরও মুখরোচক হতে পারে, যেমন ধরেন ‘Note X’. রেডমি নোট ৯ সিরিজের মত এতেও ২/৩ টি ভেরিয়েন্ট থাকতে পারে।
যেটুকু জানা যায়, তাতে মনে হচ্ছে Redmi Note 10 স্মার্ট ফোনটি MediaTek Dimensity 720 চিপ সেট সমৃদ্ধ। অন্যদিকে Note 10 Pro ভেরিয়েন্টটিতে থাকবে Qualcomm Snapdragon 750G চিপসেট।
নোট ১০ সিরিজের স্মার্টফোনে ৪৮ এমপি কোয়াড রিয়ার ক্যামেরা সহ ১৬ এমপি সেলফি শুটার ক্যামেরা থাকবে।আর নোট ১০ প্রো এর মেইন ক্যামেরা ৬৪ এমপি বা তার বেশীও হতে পারে। নোট ১০ সিরিজের ফোনের অপারেটিং সিস্টেম হবে সর্বাধুনিক MIUI 12 operating system এবং এর সাথে থাকবে Android 10. আর কি চাই? সাথে আছে 33W চার্জার। ফোনটির মূল্য শুরু হতে পারে সর্বনিম্ন ৩৮,৫০০ টাকা থেকে।