২০২১ সালের জন্য ৫টি ক্যারিয়ার টিপস (5 career tips for a more successful career in 2021)

২০২১ সালের জন্য ৫টি ক্যারিয়ার টিপস (5 career tips for a more successful career in 2021)


২০২১ সালের জন্য ৫টি ক্যারিয়ার টিপস, 5 career tips for a more successful career in 2021

কোন কোন মানুষের জন্য  চাকরী এমন একটি বিষয় যার মাধ্যমে সে তার ব্যাংকের স্থিতি বৃদ্ধি করতে পারে। আবার কারও কারও জন্য এটি গর্ব করার বা পছন্দের একটি কাজ। আপনি এর যে কোন একটির মধ্যে পড়েন না কেন একজন মূল্যবান কর্মী হয়ে ওঠার জন্য আপনাকে কতগুলো বিষয় মনে রাখতে হবে। নিচে কিছু টিপস আলোচনা করা হলঃ


১। আপনার দক্ষতা বৃ্দ্ধি করুন

চলমান অর্থনৈতিক সঙ্কটের কারণে বর্তমান শ্রমবাজার আগের মত শক্তিশালী হয়ত না এবং আপনার কোম্পানীর ভিতরে বা বাইরে চাকরীর সুযোগও সীমিত। কিন্তু এর অর্থ এই নয় যে, শীঘ্রই নুতন কোন সুযোগ তৈরী হবে না। তাই দক্ষতা বৃদ্ধি করা সব সময়ের জন্যই প্রয়োজন। আপনার যে কাজে দক্ষতা আছে সেটা আরও সমৃদ্ধ করা এবং নতুন দক্ষতা বৃদ্ধি করা - এ দুটোই অত্যন্ত প্রয়োজন। আপনি যেই ক্ষেত্রে কাজ করেন সে সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি করা অবশ্যই কোন বোকামী নয়। যেমন ধরুন আপনি যদি তথ্য প্রযুক্তি  ক্ষেত্রে কাজ করে থাকেন তাহলে কোন নতুন সফটওয়্যার শিখতে পারেন। এছাড়া আপনি কিছু সফট্ স্কিলস শিখতে পারেন যা সকল ক্ষেত্রেই কাজে লাগবে, যেমন - সময় ব্যবস্থাপনা, যোগাযোগ, আবেগিক বুদ্ধিমত্তা ইত্যাদি।


২। সহকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করুন

এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম বা বাসায় বসে অফিস করে থাকেন। এর ফলে সহকর্মীদের সাথে যোগাযোগটা কমে যাচ্ছে। কিন্তু যোগাযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরী। এটা আপনাকে কর্মসম্পর্ক দৃঢ় করতে সাহায্য করে এবং অন্যদের কাছ থেকে শেখার সুযোগ তৈরী করে। এই বছরে আপনার সহকর্মীদের সাথে সাক্ষাৎ করার সুযোগ তৈরী করুন। এটা করতে পারেন কোন ভার্চুয়াল মিটিং বা ভার্চুয়াল ডিনার আয়োজনের মাধ্যমে। এছাড়া ইমেইলের মাধ্যমে হ্যালো বলতে নিশ্চয় কোন অসুবিধা নেই।


৩। আপনার বসের সাথে খোলাখুলি আলোচনা করুন

আপনার ম্যানেজার বা সুপারভাইজার সাধারণত আপনার পেশাগত উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাই অফিসে যেতে পারছেন না বলে তার কাছ থেকে ফিডব্যাক নিতে ভুল করবেন না। বরং আপনার বসের সাথে আপনার পারফরমেন্সের ব্যাপারে কথা বলুন। তাই তাকে জিজ্ঞাস করুন আপনার পারফরমেন্স কেমন এবং কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি করা প্রয়োজন। তার মূল্যবান পরামর্শ আপনাকে আরও ভাল ভূমিকা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।


৪। পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিন

গত মার্চ মাসে যখন করোনা ভাইরাস মহামারী দেখা দিল তখন অনেককেই রিমোট ওয়ার্ক এর দিকে ঝুকে পড়তে হল। কিন্তু যেহেতু করোনা ভাইরাসের প্রতিষেধক বের হয়েছে, তাই অনেক নিয়োগকর্তা এখন তাদের কর্মীদের আংশিক বা সম্পূর্ণরূপে আবার অফিসে ফিরিয়ে নিয়ে আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে নমনীয়তার নীতি গ্রহণ করুন এবং পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করুন (যতক্ষণ না তা আপনার স্বাস্থ্যগত হুমকি হয়ে দেখা না দেয়)। 


৫। আপনার পছন্দের কাজটি খুঁজে বের করুন

আপনি যে কাজটির প্রতি আকর্ষণ অনুভব করেন না সে কাজে সফল হওয়া আপনার পক্ষে খুবই কঠিন। আপনি যদি কেবল মাত্র বেতন পাওয়ার আশায় কোন কাজ করেন কিন্তু সে কাজটির প্রতি আপনার কোন আকর্ষণ নেই বা পরিতৃপ্তি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার সময় এসেছে পরিবর্তনের। অবশ্যই ২০২১ সালটি আপনার পেশা পরিবর্তনের জন্য একটি ঝুকিপূর্ণ বছর। অর্থনীতি এখনও চাঙ্গা হয়ে উঠেনি এবং স্বাস্থ্যগত ঝুকি তো রয়েছেই। কিন্তু আপনি যদি এমন কোন কাজ খুঁজে বের করতে পারেন যার প্রতি আপনার প্রবল আকর্ষণ বা ঝোঁক রয়েছে তাহলে দেখবেন যে আপনি সেই কাজটি করে শুধু আনন্দই পাবেন না বরং আপনার নিয়োগকর্তার জন্যও আপনি ভাল কাজ উপহার দিতে পারবেন। আর তা হতে পারে আপনার চাকরীর নিশ্চয়তা এমনকি বেতন বৃদ্ধির জন্যও একটি টিকেট।


আপনি সম্ভবত আপনার কর্মক্ষেত্রে সর্বাধিক সময় ব্যয় করেন তাই এক্ষেত্রে আপনাকে সাফল্য অর্জন করতে হবে। এই টিপসগুলো অনুসরন করুন এবং যদি ভাগ্য ভাল হয় তাহলে এ বছর আপনি আপনার কর্মক্ষেত্রে কাঙ্খিত সাফল্যের দেখা পেতে পারেন যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে।

إرسال تعليق

أحدث أقدم