অপ্পো এফ১৭ প্রো (Oppo F17 Pro) এল বাংলাদেশে

 Oppo F17 Pro

Oppo F17 Pro smartphone


বর্তমানে আমাদের জীবন হয়ে পড়েছে সোশাল মিডিয়া কেন্দ্রিক। কিন্তু একটি ক্যামেরা স্মার্টফোন ছাড়া আমাদের জীবনের সুন্দর মুহুর্তগুলো সোশাল মিডিয়ায় চমৎকারভাবে ফুটিয়ে তুলতে অক্ষম। আর এ কারণেই অপ্পো এফ সিরিজের ফোনগুলো এসেছে সেলফি কেন্দ্রিক সকল বৈশিষ্ট্য নিয়ে।

চমকপ্রদ এই ফোনটিতে রয়েছে ৪টি ব্যাক ক্যামেরা। যা ৪৮, ৮, ২, ২ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এছাড়া 4K @ 30fps, 1080p @ 30 / 120fps, জাইরো-ইআইএস ভিডিও রেকর্ডিং এর সুবিধা। ফোনটির সেলফি ক্যামেরা ২ টি ১৬ এম পি এবং ২ এম পি এইচডিআর এছাড়াও আছে 1080p @ 30fps ভিডিও রেকর্ডিং এর সুবিধা সম্বলিত।

অপ্পো এফ১৭ প্রো ফোনটির ডিসপ্লে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন প্রযুক্তি সম্বলিত, 16 এম রঙ এবং এর আকার 6.43 ইঞ্চি 100.3 সেমি 2 (~ 84.9% স্ক্রিন-টু-বডি অনুপাত)।এর ডিসপ্লে রেজুলেশন 1080 x 2400 পিক্সেল, 20: 9 অনুপাত।এছাড়া এর ডিসপ্লেটির উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩, প্লাস্টিক ব্যাকপার্ট এবং প্লাস্টিক ফ্রেম। অপ্পো এফ১৭ প্রো ফোনটির ওজন ১৬৪ গ্রাম এবং থিকনেস ৭.৫ মিলিমিটার।

ফোনটির অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 কালারওএস 7.2 ব্যবহার করা হয়েছে। ফোনটির চিপসেট মেডিয়েটেক হেলিও পি 95 (12 এনএম)। এর সিপিউই অক্টা-কোর (2×2.2 গিগাহার্টজ কর্টেক্স-এ 75 এবং 6×2.0 গিগাহার্টজ কর্টেক্স-এ 55), জিপিউই পাওয়ারভিআর GM9446। ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে ফোনটি পাওয়া যাবে ।

লিথিয়াম পলিমার এর অ-অপসারণযোগ্য 4015 এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে যা 30 W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লে অধীনে, অপটিক্যাল), জাইরো, অ্যাক্সিলোরমিটার, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস ইত্যাদি সুবিধা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন